Pages

Subscribe:

Sunday, August 30, 2015

কেন পারছেন না ব্যবসায় শুরু করতে...?

আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি উদ্যোক্তা হওয়ার আয়োজনে।
ব্যবসায় আপনার সারা জীবনের স্বপ্ন। নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। কিন্তু আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারেননি আজও। হয়ত চেষ্টা করেছেন বিফলও হয়েছেন। ভেবেছেন আমার দ্বারা হবেনা। কিন্তু ব্যবসা আপনার জন্যেই অপেক্ষা করছে।
নিজেকে সময়ের সাথে তৈরী করুন আত্মবিশ্বাসী, ধৈর্য্যশীল, উদ্যোমী, আর পরিশ্রমী হিসেবে। আর আপনার উদ্যোক্তা হওয়ার সে প্রয়াসের সাথে থাকছি আমি মাসুদুর রহমান…।


আদিম যুগ থেকেই মানুষের ব্যবসায় করার প্রবণতা ছিল। আর আজ বিশ্বায়নের এ সময়ে যখন পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় তাহলে আপনি কেন ব্যবসা শুরুই করতে পারছেন না।
আপনি বহু দিন ধরেই চিন্তা করছেন ব্যবসা শুরু করবেন। আপনার চিন্তা শুধু চিন্তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। আপনার ব্যবসা করার শত শত চিন্তা ভাবনার মধ্যেই আপনার স্বপ্ন লুকায়িত। অথচ আজ পযন্ত শুরুই করতে পারেননি আপনার কাংখিত ব্যবসা।
কিন্তু কেন? তা কি ভেবে দেখেছেন একবারও?
আপনার চিন্তা ভাবনার সময় একটু সংক্ষিপ্ত করুন যদি নিজেকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

আপনি কেন ব্যবসা শুরু করতে পারছেন না সে বিষয়েই কিছুটা আলোকপাত করার চেষ্টা করব।
সীমিত সম্পদ ব্যবহার করে সুযোগ গ্রহন করুন। আর সে সুযোগ বাস্তবায়নের মাধম্যে হয়ে উঠুন সফল উদ্যোক্তা। আপনার মাঝে কি উদ্যোক্তা হওয়ার মত কোন কিছুর অভাব আছে। আপনাকে তো আপনার সৃষ্টিকর্তা সকল কিছু দিয়েই তৈরী করেছেন। আপনাকে সুস্থ মানুষ হিসেবে চলার সক্ষমতা দিয়েছেন। তবে কেন পারছেন না চলুন একটু জানার চেষ্টা করি….
প্রতিদিন আপনার মত অসংখ্য মানুষ চিন্তা করে আর চাকরি নয়। নিজের একটা ব্যবসা চাই। আবার অনেকেই চিন্তা করছেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে।
পারছেন না শুধুমাত্র ব্যার্থ হবার ভয়ে। পারছেন না ঝুকি নিতে। আর ব্যবসা তো ঝুকির পরিপুরক। নো রিস্ক তো নো গেইন।
ব্যবসা শুরু করতে না পারার অজুহাতের শেষ নেই আপনার কাছে। চলুন জেনে নিই আপনার অসংখ্য অজুহাতের কয়েকটি সম্পর্কে…
***ব্যবসা করতে প্রচুর টাকা লাগে ভাই, আমার কাছে এত টাকা নাই।
***এই তো কিছুদিন পরেই একটা না একটা ব্যবসা শুরু করব, সুযোগটা আসুক।
***যখন আমার হাতে প্রচুর অর্থ আসবে, আমি তখনই ব্যবসা শুরু করব।
***ব্যবসা খুব ঝামেলার। এখন এত ঝামেলা সামলানোর বয়স নেই। আরো আগে শুরু করা উচিৎ ছিল।
***আমার টাকা নাই। দরিদ্র ঘরের মানুষ ভাই। আমার জন্য ব্যবসা না।
**ব্যবসায় লস হয় । আমার দ্বারা লস করা সম্ভব না। যা আছে তাও হারাতে চাই না।
***আমাকে দিয়ে ব্যবসা বানিজ্য হবে না।
***ভাল পার্টনার পাচ্ছি না। পেলেই শুরু করব।
***আমার বাপ-দাদারা কেউ ব্যবসায়ী ছিলেন না। তাই আমারও হবে না।
***ব্যবসা করার মত ধৈয্য আমার নাই। অনেক পরিশ্রমের কাজ।
***চাকরিতেই ভাল আছি মাস গেলে বেতন পাই, সম্মান আছে, নিশ্চয়তা আছে। ব্যবসার কি দরকার।
***আমি তো ব্যবসা নিয়ে পড়ি নাই। আনেক জানা শুনার দরকার আছে ব্যবসা করতে।
***ব্যবসায়ী কপাল আমার না। আমাকে দিয়ে হবে না।
বাদ দিন এ সকল যুক্তি যদি উদ্যোক্তা হতে চান। যদি চান ব্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আপনার এ সকল খোড়া যুক্তি দু-চার বছরের শিশুও তৈরী করতে সক্ষম। একটু সফল ব্যবসায়ী ব্যক্তিদের দিকে তাকান। তারা কখনোই আপনার মত এমন অজুহাতের আশ্রয় নেয় নি।
আপনার অজুহাতের শক্তি নিশ্চয় আপনার স্বপ্নের থেকে বড় নয়। আপনার অজুহাতের শক্তি যদি আপনার স্বপ্নের থেকে বড় হয় তবে আপনি কখনই উদ্যোক্তা হতে পারবেন না। কারন সাফল্য আর অজুহাত কখনই একসাথে চলতে পারে না। আর তাই অজুহাত বাদ দিন।
সফল উদ্যোক্তা হতে চাইলে একটু মনোযোগ দিন। আপনাকে এখন দেখাব সেই রাস্তা যেটা ধরে হাটলে আপনি আপনার স্বপ্নকে ছুয়ে দেখতে পারবেন। হতে পারবেন একজন সফল উদ্যোক্তা।
***ব্যবসার আইডিয়া পাওয়ার পরে সতর্কতার সাথে নির্বাচন করুন এবং সাম্ভাব্যতা যাচাই করুন।
***আপনার আইডিয়া যদি বাস্তবমুখী হয় তবে দেরী না করে ব্যবসা শুরু করুন।
***ব্যবসায়ে ব্যর্থ হলে এবং সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিন।
***আপনি আপনার ব্যবসায়ের জন্য একজন পথ প্রদর্শক খুজে বের করে তার নির্দেশনা নিন।
***পুনরায় ব্যর্থ হলে আবারও শিক্ষা নিন এবং পথ প্রদর্শকের অধিক নির্দেশনা নিন।
***প্রতিনিয়ত ব্যর্থ হলেও সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিন।
***সফলতার অনুষ্ঠান আয়োজন করুন। এবং তা সকলকে নিয়ে উপভোগ করুন।
***ব্যবসায়ের আয়-ব্যয়ের সঠিক হিসাব রাখুন। সাথে সফলতা আর ব্যর্থতার হিসাবও ।
এ কাজ গুলো করতে পারলে আপনার সফলতা আটকে রাখার মত কেউ নেই। আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। পেছনে যে যাই বলুক না কেন আপনি আপনার কাজ করে যান। আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে সাফল্য। আপনার পেছনে যারা হাসি আর তামাসা করত তারাও বিস্মিত হবে আপনাকে দেখে। সফল মানুষেরা খুব সহজেই সফল হতে পারেনি। আপনাকেও ধৈর্য হারা হলে চলবে না। এগিয়ে যেতে হবে পরিকল্পনা অনুযায়ী। স্বপ্ন আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। আর আপনি তা উপভোগ করবেন সফল মানুষদের একজন হয়ে।
শুভ কামনা রইল সকলের জন্য.

1 comments:

  1. Asian Handicap - 5-Fold Handicap for Your Bets 카지노사이트 카지노사이트 12bet 12bet 우리카지노 쿠폰 우리카지노 쿠폰 321How to Bet on Formula 1 - Thauberbet

    ReplyDelete